ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহর তৃণমূলের আইটি সেলের কনভেনার জয় মাহাত তাঁর পদত্যাগ পত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। যা নিয়ে দাবি ও পাল্টা দাবিতে সরগরম হল তৃণমূলের অন্দর! নিজের দলীয় প্যাডে আজ ২৯ ডিসেম্বর তারিখ লেখা ও তাঁর স্বাক্ষর করা জয় মাহাত লিখেছেন,‘দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন স্তরে কাজ করেছি। কিন্তু বর্তমানে দলের অভ্যন্তরে কোন নূন্যতম সম্মান পাইনি। বিভিন্ন কারনে দলের কিছু কর্মী আমাকে ব্যক্তিগত আক্রমন করছিল ও আমি স্বাধীন ভাবে দলের কাজ চালিয়ে যেতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। দলের সকল স্তরের নেতা কর্মীকে আমার ভালোবাসা ও ধন্যবাদ আমাকে এতদিন দলের কাজ করার সুযোগ দেওয়ার জন্য। স্ব-ইচ্ছায় আমি আইটি সেল থেকে পদত্যাগ করলাম।’ যদিও পদত্যাগ বিষয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সোরেন বলেন,‘বেশ কিছু দিন ধরে দলবিরোধী কাজকর্ম করছিল। সে জন্য দলের আইটি সেল থেকে বহিস্কার করা হয়েছে। পদত্যাগ করেনি।’