ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ: স্কুলে না গিয়েও বাস ভাড়া নেওয়ার অভিযোগ উঠল ঝাড়গাম শহরের কয়েকটি স্কুলের বিরুদ্ধে।বুধবার ঝাড়গ্রাম শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ বিদ্যালয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ জমা পড়েছে জেলাশাসকের দপ্তরে। অভিভাবকের অভিযোগ, ২০২০ শিক্ষাবর্ষে মাত্র কয়েক মাস হাতেগোনা ক্লাস হয়েছিল। তারপর করোনা আবহে ক্লাস বন্ধ রয়েছে। তারপরও স্কুল কর্তৃপক্ষ বাস ভাড়া নিচ্ছেন। এই ঘটনায় আতান্তরে পড়ছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, করোনা আবহে সাধারণ মানুষের রুজি-রোজগার অনেক কমে গিয়েছে। তারপরও স্কুল কর্তৃপক্ষ গুলির এহেন সিদ্ধান্তে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা।