Breaking
23 Dec 2024, Mon

‘এবারের নির্বাচন দাদার পুলিশ দিয়ে হবে’- সাঁকরাইলে বললেন রাজু ব্যানার্জি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ‘এবারের নির্বাচন দাদার পুলিশ দিয়ে হবে’ সাঁকরাইল ব্লকের গড়ধরাতে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জী । ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা ও যুব মোর্চার উদ্যোগে হয় এই জনসভা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুখময় শতপথী, সহ-সভাপতি সুজিত আগস্তি , ঝাড়গ্রাম জেলার যুব সভাপতি চন্দনেশ্বর সেনগুপ্ত সহ আরও অন্যান্য মন্ডল নেতৃত্বরা।

Developed by