ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: তিন বছরের এক শিশু কে রক্ত দিয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশকর্মী। সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বেলিয়াবেড়া এলাকার এক তিন বছরের শিশু প্রেমানন্দ করণ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত৷ গত দু-তিন ধরে বি পজেটিভ রক্তের খোঁজ করছিলেন তার পরিবারের সদস্যরা।হঠাৎ করেই এই ঘটনার খবর পান বেলিয়াবেড়া থানার পুলিশকর্মী পিন্টু সিংহ। সঙ্গে সঙ্গে তিনি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রক্তদান করলেন। এবিষয়ে বেলিয়াবেড়া থানার পুলিশকর্মী পিন্টু সিংহ বলেন, ‘আমি হঠাৎ করেই জানতে পারি যে ওই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর বি পজেটিভ রক্তের প্রয়োজন। আমার রক্ত বি পজেটিভ তাই কোনো কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে গিয়ে রক্তদান করি।’ এবিষয়ে ওই তিন বছরের শিশুর বাবা ভানু করণ বলেন, ‘দু-তিন ধরে আমার বাচ্চার রক্তের প্রয়োজন ছিল। ঘুমোতে পারছিলনা রাতে। রক্তের খোঁজ করছিলাম গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু স্টকে ছিল না। তাই সঙ্গে সঙ্গে উনি এসে আমাকে বলেন আমি রক্ত দেবো। তাই ওনাকে নিয়ে আসি গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানে এসে তিনি রক্তদান করেন। অসংখ্য ধন্যবাদ জানাই ওই পুলিশকর্মীকে।’
পুলিশকর্মীর এহেন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।