Breaking
23 Dec 2024, Mon

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হল ‘বনপলাশির’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হল ‘বনপলাশির’। বাংলার শিল্প জগতে নতুন সংযোজন ‘বনপলাশি’ ত্রৈমাসিক পত্রিকার। বুধবার বনপলাশির কার্যালয়ে শুভ উদ্বোধন হয়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা।
অতিমারী করোনার থাবায় যখন গোটা বিশ্ব স্তব্ধ তখনই নতুনের আহ্বানে দাঁড়িয়ে বনপলাশির প্রকাশ এক ঝলক খোলা হাওয়ার মতো। শিশু থেকে বৃদ্ধ সকলকে এক ছাতার তলায় নিয়ে এসেছে সৃষ্টিশীলতার হাত ধরে।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বনপলাশির অন্যতম অভিভাবক প্রখ্যাত সাহিত্যিক শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এদিন লোগো ও প্রচ্ছদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টামন্ডলীর সদস্য কবি তথা সাহিত্যিক প্রবীর ঘোষ রায়, কবি ও লেখক অধ্যাপক সুশান্ত রায় কর্মকার এবং সম্পাদক মন্ডলীর সমস্ত সদস্যরা। আন্তর্জাল অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুতপা ভট্টাচার্য। বনপলাশির ছোটদের পাতা অমলতাস এর অন্যতম ছোট্ট সদস্য সংবৃতার বানানো কেক কেটে সূচনার মাহেন্দ্রক্ষণ বন্দি করেছে মুহুর্তের ফ্রেমে। গল্পে গানে কবিতায় কাটানো একটা উষ্ণ শীতের সন্ধ্যায় বয়জ্যেষ্ঠ সদস্যর পাশাপাশি কনিষ্ঠ সদস্য অনমিত্র বসুও অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত বনপলাশির সম্পাদক ভার্গবী বলেন, “বনপলাশি এমন একটি জায়গা যেখানে তিনটি প্রজন্ম মিলেছে। আজকের সামগ্রিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়েও বনপলাশি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির পরিবেশ তৈরির চেষ্টা করছে। নবীন প্রজন্মের হাত ধরে, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের অভিভাবকত্বে সামনের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে বলেই বনপলাশি পরিবারের বিশ্বাস।”

Developed by