ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :নেতাই দিবসের দিন কুড়মিদের ‘হুড়কা জাম’ কর্মসূচি নিয়ে চাঞ্চল্য জঙ্গলমহলে! মঙ্গলবার বিকেলে বাঁদরভুলা প্রকৃতি পর্যটন কেন্দ্র রাজ্য সরকারের প্রতিনিধি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ‘সফল’ দাবি করেছিল কুড়মি সমন্বয় মঞ্চের নেতারা। ঠিক পরের দিন বুধবার ভোল পাল্টে আগামী ৭ জানুয়ারি পশ্চিমাঞ্চলের চার জেলায় ২৪ ঘন্টা বনধ ডাকল মঞ্চের নেতারা। এদিন দুপুরে ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠে সংগঠনের এক সভায় এমনই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মঙ্গলবার বিকেলে কুড়মি সমন্বয় মঞ্চের পাঁচজন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর ‘সফল’ বলে দাবিও করেছিলেন। বৈঠকে আগামী ২০ ডিসেম্বর রাজ্য সরকারের তরফে দাবিগুলির বিষয়ে ঘোষণা করার আশ্বাস দেওয়া হয়েছিল। বুধবার সমন্বয় মঞ্চের নেতা রাজেশ মাহাতো বলেন,‘আগামী ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ২৪ ঘন্টা হুড়কা জাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ৭ জানুয়ারি নেতাই দিবস। ওই দিন বনধের ডাক দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।