Breaking
23 Dec 2024, Mon

বড়দিনের আগে লালগড়ের করমশোল গ্রামে আবগারি দপ্তরের উদ্যোগে শিশুদের হাতে তুলে দেওয়া হল কেক ও চকলেট


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বড়দিনের আগে লালগড়ের করমশোল গ্রামে আবগারি দপ্তরের উদ্যোগে শিশুদের হাতে তুলে দেওয়া হল কেক ও চকলেট। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের করমশোল গ্রামে এহেন উদ্যোগ নিয়েছিল আবগারি দপ্তর। এদিন প্রায় ১০০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় কেক ও চকলেট। আর তাতেই খুশি এলাকার শিশুরা।

Developed by