Breaking
24 Dec 2024, Tue

বেলপাহাড়ি সুপার লিগে ফাইনাল জয়লাভ করে ভুলাভেদা জায়েন্ট কিলার


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
আই পি এল এর ধাঁচে ক্রিকেট খেলা বেলপাহাড়ি সুপার লিগে ফাইনাল অনুষ্ঠিত হল। শনিবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার বিনপুর ২নং ব্লকের বেলপাহাড়িতে। এদিন খেলা হয় ভুলাভেদা জায়েন্ট কিলার বনাম বেলপাহাড়ী ইন্ডিয়ান। খেলায় জয়ী দল ভুলাভেদা জায়েন্ট কিলারের হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার। মাঠে খেলা দেখতে উপস্থিত রয়েছেন এডিসনাল এস পি কুলদীপ সানোয়ার। খেলা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার ক্রিকেটপ্রেমী মানুষজনেরা।

Developed by