Breaking
24 Dec 2024, Tue

করোনা মুক্ত হওয়ায় তৃণমূল নেতা উজ্জ্বল দত্তের নামে পুজো দিলেন দলীয় কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দলীয় জনসংযোগের কাজ ধারাবাহিকভাবে করার মধ্যে কিছু দিন আগে করোনায় আক্রান্ত হন ঝাড়গ্ৰাম জেলা তৃণমূলের কো অডিনেটর উজ্জ্বল দত্ত। উজ্জ্বলবাবু করোনা আক্রান্ত হওয়ার সময় তাঁর আরোগ্য কামনা করে নয়াগ্ৰামের মলম অঞ্চলের তৃণমূল কর্মীরা মানত করেছিলেন উজ্জ্বল দত্ত করোনা মুক্ত হলে নয়াগ্ৰামের ঐতিহ্যবাহী ‘কালুয়া ষাঁড়’ মন্দিরে পুজো দেবেন। সেই মতো এদিন তৃণমূল কর্মীরা মনস্কামনা পূর্ণ করে উজ্জ্বল দত্ত করোনা জয় করে ফিরেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে। তাই মানত অনুযায়ী আজ নয়াগ্ৰামের কালুয়া ষাঁড় মন্দিরে পুজো দিলেন মলম অঞ্চলের তৃণমূল কর্মীরা। এদিন তৃণমূল নেতা উৎপল দন্ডপাট এবং বঙ্কিম ভক্তা এর নেতৃত্বে তৃণমূল কর্মীরা কালুয়া ষাঁড় মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তাদের নেতা উজ্জ্বল দত্ত এর দীর্ঘায়ু কামনা করেন।

Developed by