Breaking
24 Dec 2024, Tue

শনিবার ৭৭ টি মামলার নিষ্পত্তি হল ঝাড়গ্রাম জেলা লোক আদালতে, খুশি সাধারণ মানুষ!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ৭৭ টি মামলার নিষ্পত্তি হল ঝাড়গ্রাম জেলা লোক আদালতে, খুশি সাধারণ মানুষ! ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সাহায্যে এদিন আদালত চত্বরে বসেছিল তিনটি লোক আদালতের ব্রেঞ্চ। ওই ব্রেঞ্চে সাধারণ মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মত। জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এসেছিলেন মামলার নিষ্পত্তির জন্য। ব্যাঙ্ক, বিমা, বিএসএনএল, মোটর ভিইক্যালস সহ কোর্টের বিভিন্ন পুরোনা মামলার বিচারপ্রার্থীরাও এসেছিলেন। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা বলেন,‘ঝাড়গ্রাম জেলা লোক আদালতে মোট ৭৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। এরমধ্যে কোর্টের বকেয়া মামলা ছিল ৫৫টি। বিভিন্ন অনাদায়ী ঋণ মোট ৫ লক্ষ ৮৫ হাজার টাকা স্পটে আদায়ও করা হয়েছে।’

Developed by