Breaking
24 Dec 2024, Tue

শিলদার “দুয়ারে সরকার” কর্মসূচিতে উপছে পড়া মানুষের ভিড়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :শিলদার “দুয়ারে সরকার” কর্মসূচিতে উপছে পড়া মানুষের ভিড় । শুক্রবার বিনপুর ২ নম্বর ব্লকের শিলদা গ্রাম পঞ্চায়েতের শিলদা গ্রামের অনুষ্ঠিত “দুয়ারে সরকার” কর্মসূচিতে সরকারের বিভিন্ন প্রকল্পের আয়তায় নিজেদের নাম নথিভুক্ত করতে সকাল থেকেই মানুষের ভিড় উপছে পড়ে । বাড়ির পাশে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা হাতে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা ।

Developed by