Breaking
23 Dec 2024, Mon

শীতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল ঝাড়গ্রাম জেলা পুলিশ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শীতে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল ঝাড়গ্রাম জেলা পুলিশ। ইদানিং ঝাড়গ্রাম জেলায় শীতের প্রকোপ বাড়ছে। পাহাড়ী এলাকায় তাপমাত্রার পারদ আস্তে আস্তে নামতে শুরু করেছে। যার জেরে জাঁকিয়ে পড়ছে ঠাণ্ডা। আর ঠাণ্ডা থেকে রেহাই দিতে প্রত্যন্ত এলাকার দুঃস্থ মহিলাদের পরনের কাপড় তুলে দেওয়া হল পুলিশের উদ্যোগে। এদিন বেলপাহাড়ি ব্লকের সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাশোল গ্রামে ১০০ জনকে শাড়ি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর, ডিএসপি উত্তম গরাই, বেলপাহাড়ি থানার আইসি, তৃণমূলের বেলপাহাড়ি ব্লক সভাপতি চিন্ময় মাহাত, ব্লক যুব সভাপতি রাজীব মাহাত, সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি রানী হালদার, কর্মাধ্যক্ষ নীহারিকা নায়েক, তৃণমূলের সোশ্যাল মিডিয়ার সদস্য ললিত মাহাত প্রমুখ।

Developed by