Breaking
23 Dec 2024, Mon

১৫হাজার লিটার চোলাই ৩৫০কেজি কাঁচামাল ও ৯০কেজি বাখর উদ্ধার নয়াগ্রামে


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :অভিযান চালিয়ে ১৫হাজার লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার বেশ কিছু গ্রামে অভিযান চালায় আবগারি দপ্তর। নয়াগ্রাম থানার খুদমরাই, গ্যাংটামনি, আটমাঝিয়া, গোপীনাথপুর গ্রামগুলিতে হয় অভিযান। এই গ্রাম গুলিতে অভিযান চালিয়ে মোট ১৫হাজার লিটার চোলাই ৩৫০কেজি কাঁচামাল ও ৯০কেজি বাখর উদ্ধার করে, নষ্ট করা হয় বলে জানা গিয়েছে আবগারি দপ্তর সূত্রে। নয়াগ্রাম থানা ও আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে হয় এই অভিযান।

Developed by