Breaking
23 Dec 2024, Mon

হাতি হানায় নষ্ট হল ১০-১৫বিঘা জমির ফসল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
হাতি হানায় নষ্ট হল বিঘা বিঘা ধান জমি। বৃহস্পতিবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের রামরামা বিটের বড়বাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর রাতে ৮-১০হাতির একটি দল ঢুকে তান্ডব চালায় এলাকার ধান জমিতে। ঘটনায় নষ্ট হয় ১০-১৫বিঘা জমির ফসল। আরও জানা গিয়েছে যে ওই এলাকায় এখনো ৮-১০টি হাতির দলটি রয়েছে।

Developed by