Breaking
23 Dec 2024, Mon

বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাকের’ মামলায় ইউএপিএ ধারা যুক্ত করার নির্দেশ দিল এনআইএ-র বিশেষ আদালত


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাকের’ মামলায় ইউএপিএ ধারা যুক্ত করার নির্দেশ দিল এনআইএ-র বিশেষ আদালত। ২০০৯ সালের ২৭ অক্টোবর জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতর মুক্তিপনের দাবিতে বাঁশতলায় রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ করেছিলেন তৎকালীন জনসাধারণ কমিটির সদস্যরা। প্রায় পাঁচ-ছ’ঘন্টা বাঁশতলা রেলস্টেশনে আটকে থাকার পর রাজধানী এক্সপ্রেসকে ছাড়া হয়। রেলের জিআরপির তরফে ৩০ জনের নামে ঝাড়গ্রাম আদালতে চার্জশিট পেশ করা হয়। রেলওয়ে আইন অনুযায়ী মামলা হয়। ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ২০১৮ সালে মামলাটি বিচারের জন্য উঠে। এবছর এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ওই মামলার পুর্নতদন্ত শুরু করে এনআইএ। তারই পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর কলকাতার এনআইএ বিশেষ আদালতে আবেদন করে ইউএপিএ ধারা যুক্ত করার জন্য। বুধবার বিশেষ আদালতে অভিযুক্তদের হাজিরার জন্য দিন ধার্য করেছিল আদালত। কিন্তু এদিন অনেক অভিযুক্ত আদালতে হাজির হননি। আইনজীবী কৌশিক সিনহা বলেন,‘আদালত দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালতে অভিযুক্তদের উপস্থিত থাকার নির্দেশ দিয়ে আগামী ১৫ ডিসেম্বর ফের শুনানির দিন ধার্য করেছেন।’

Developed by