Breaking
23 Dec 2024, Mon

কালীপুজোর দিনে জিতুশোল ক্যাম্পে আত্মঘাতী হলেন এক স্ট্র্যাকো জওয়ান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কালীপুজোর দিনে আত্মঘাতী হলেন এক স্ট্র্যাকো জওয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানার অন্তর্গত জিতুশোলের ‘স্যাপ’ ৪ নম্বর ব্যাটেলিয়নে।মৃতের নাম মিথিলেশ প্রসাদ(৩০)। তাঁর বাড়ি হুগলির মগরা থানার অন্তর্গত মাইতিপুরে। এদিন সকালে তিনি সেন্ট্রিতে ডিউটিতে ছিলেন। ওই সময় নিজের ইনসাস রাইফেল দিয়ে গুলি করে। মাথা দিয়ে বেরিয়ে যায় গুলি। আওয়াজ পেয়ে ক্যাম্প থেকে ছুটে আসেন অন্য পুলিশরা। উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই জওয়ানকে মৃত বলে ঘোষনা করেন। এদিন ঝাড়গ্রাম জেলা পুলিশের মর্গে তাঁর ময়নাতদন্ত করা হয়। 

ছবিটি -প্রতীকী

Developed by