Breaking
23 Dec 2024, Mon

করোনা অতিমারীতে বিক্রির চাহিদা নেই কচড়ার তেলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
আর মাত্র কয়েকদিন পরেই কালী পুজো ও দীপাবলি উৎসব। কালী পুজো ও এই দীপাবলি উৎসবে প্রদীপে আলো জ্বালানোর রেওয়াজ রয়েছে। সেই রীতি মেনেই এবছরও হবে দীপাবলি। দীপাবলির প্রদীপ জ্বালাতে ও বাঁদনা পরবে গরুর শিং এ লাগাতে ব্যবহার করা হয় কচড়ার তেল। কিন্তু এবছর করোনা অতিমারীর বিক্রির চাহিদা নেই কচড়ার তেলের। বৃহস্পতিবার ঠিক এমনটাই জানালেম ঝাড়গ্রামের জুবিলী বাজারের এক তেল বিক্রেতা।

Developed by