Breaking
23 Dec 2024, Mon

হরেক রকমের প্রদীপের পসরা সাজিয়ে বসেছে
কুমোররা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
ঝাড়গ্রাম বাজারে বসলো মাটির প্রদীপ বিক্রির বাজার । শনিবার কালীপুজো আর প্রতিবছর কালী পুজা এবং দীপাবলি এলেই ঝাড়গ্রাম শহরের সর্ববৃহৎ বাজার জুবলি মার্কেটের আদিবাসী মার্কেট এবং রাস্তার ধারে মাটির প্রদীপ নিয়ে হাজির হয় কুমোররা । বৃহস্পতিবার সেই চিত্র ফুটে উঠল ঝাড়গ্রাম বাজারে । তাঁরা পসরা সাজিয়ে বসেছে হরেক রকমের প্রদীপ নিয়ে । বেচাকেনাও চলছে ভালোই বলেও জানান তাঁরা ।

Developed by