Breaking
23 Dec 2024, Mon

বেলপাহাড়ির চাকাডোবায় নতুন গ্যাসের গোডাউন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
নতুন গ্যাসের গোডাউন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। মঙ্গলবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার বিনপুর ২নং ব্লকের চাকাডোবা তে। চালু হল গ্যাস অফিস ও গোডাউন। মুলত এই এলাকায় গ্যাস ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তেন এলাকার লোকজনেরা। কারণ এই এলাকা থেকে অনেক দূরে রয়েছে গ্যাস অফিস ও গোডাউন। তাই খরচ অনেক বেশি নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এখন পাশে হওয়ায় খুশি এলাকার মানুষ জন।

Developed by