Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম পুরসভায় নতুন প্রশাসনিক বোর্ডের ২ সদস্যের নামে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এই মূহূর্তে ঝাড়গ্রামে বড় খবর! যা ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশেই সর্বপ্রথম প্রচারিত হয়েছিল। ঝাড়গ্রাম পুরসভার প্রশাসনিক বোর্ডের নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক সুবর্ণ রায়কে প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। পরবর্তী কালে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব এবং প্রাক্তন কাউন্সিলার প্রশান্ত রায়কে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে যুক্ত করা হয় মহকুমা শাসকের সঙ্গে। এবার সেই তিন সদস্যদের বোর্ড ভেঙে নতুন দুই সদস্যদের বোর্ড গঠনের বিজ্ঞপ্তি মঙ্গলবার জারি করা হয়েছে। দুই প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত রায় এবং কল্লোল তপাদারকে নতুন বোর্ডের সদস্য করা হয়েছে। আর ওই বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে প্রশান্ত রায়কে। সেই সঙ্গে মহকুমা শাসককে পুরসভার ক্ষমতা নতুন বোর্ডের চেয়ারপার্সনকে হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Developed by