Breaking
23 Dec 2024, Mon

কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের দুই বিধায়ক দুলাল মুর্মু এবং চূড়ামনি মাহাত


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের দুই বিধায়ক দুলাল মুর্মু এবং চূড়ামনি মাহাত। গত তিন-চারদিন ধরে দুই বিধায়কের জ্বর আসে। দু’জনেই বাড়িতে থেকে চিকিৎসা করছিলেন। শুক্রবার দু’জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়। তারপর দু’জনেরই কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দু’জনকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে দুপুরে ভর্তি করানো হয়েছে। আপাতত দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

Developed by