Breaking
23 Dec 2024, Mon

ঘাটালের ‘কুইজ ও ম্যানিয়া’ সংস্থার উদ্যোগে বেলপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নতুন পোশাক বিতরণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঘাটালের ‘কুইজ ও ম্যানিয়া’ সংস্থার উদ্যোগে বেলপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নতুন পোশাক বিতরণ। অতিমারীর এই সংকটময় মুহূর্তে এগিয়ে এসেছেন তাঁরা। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বাড়িঘাটি, কাশিজোরা, গাঞ্জুয়াম, তালপুকুরিয়া এই চারটি স্কুলে মোট ১৩০ জন খুদে ছাত্র-ছাত্রীদের শারদীয়া উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। বস্ত্রের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে খাতা, কলম, মাস্ক ও টিফিন দেওয়া হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজকুমার দাস।

Developed by