Breaking
23 Dec 2024, Mon

বিজেপির ‘মোহভঙ্গ’, উত্তরপ্রদেশে দলিত কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে হাঁটলেন বিক্রমাদিত্য মল্লদেব!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিজেপির ‘মোহভঙ্গ’, উত্তরপ্রদেশে দলিত কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তৃণমূলের প্রতিবাদ মিছিলে হাঁটলেন বিক্রমাদিত্য মল্লদেব! ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিক্রমাদিত্য মল্লদেব। যা নিয়ে তৃণমূল নেতা বাবা দূর্গেশ মল্লদেবের সঙ্গে মত পার্থক্যও হয়েছিল। যদিও পরবর্তী কালে তাঁকে তেমন ভাবে বিজেপির অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি। ঝাড়গ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ঝাড়গ্রাম জেলা তৃণমূলের বর্তমান সহ-সভাপতি দুর্গেশ মল্লদেবের ছেলে বিক্রমাদিত্য। তবে, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে বিজেপি ছেড়ে রাজ পরিবারের ছেলে তৃণমূলে ফিরে আসায় খুশি তৃণমূল নেতৃত্ব।

Developed by