ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ময়ূরের ডিম ফুটে বাচ্চা হল একসঙ্গে পাঁচটি! ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের ইতিহাসে এই প্রথম! লকডাউনে এমনই নানা সুখবর এসেছে পার্কের মধ্যে। যা কিনা পার্কের পশু-পাখিদের বংশবিস্তারের ক্ষেত্রে উপযুক্তস্থল হয়ে উঠেছে। চারিদিকে শাল গাছ ঘেরা পার্কই পশু-পাখিদের কাছে চেনা জঙ্গল হয়ে উঠেছে। যার জেরেই লকডাউনে নিস্তব্ধ পার্কের একের পর এক প্রজনন হয়েছে। চারটি বড় ময়ূর এনক্লোজারে থাকলেও কোনদিন ডিম ফুটে বাচ্চা হয়নি। ময়ূরের এই প্রথমবার ডিম ফুটে বাচ্চা হল এনক্লোজারে। তাও আবার একসঙ্গে পাঁচটি ডিমের মধ্যে পাঁচটিতেই বাচ্চা হয়েছে। আর সেই বাচ্চা এখন ঘাসের মধ্যে ঘুরছে ময়ূর-ময়ূরীর সঙ্গে।
কালিজ ফ্রিজ্যান্টের ৮টি বাচ্চা হয়েছে। এমু পাখির একটি বাচ্চা হয়েছে। নীল গাই ও হরিণ সহ নানা প্রাণীর বংশবিস্তার লাভ করেছে লকডাউনে।