Breaking
23 Dec 2024, Mon

জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে চিতাবাঘের ‘জোড়া শাবক’ হওয়ায় খুশির হাওয়া!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে চিতাবাঘের ‘জোড়া শাবক’ হওয়ায় খুশির হাওয়া! লকডাউনে এ যেন বড় সড় সাফল্য বলেই মনে করছেন পার্ক কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ঝাড়গ্রামের পার্কে উত্তরবঙ্গের খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে ২০১৭ সালে পুরুষ চিতাবাঘ সোহেল এবং ২০১৯ সালে স্ত্রী চিতাবাঘ হর্ষিণীকে নিয়ে আসা হয়। তারপর এ বছর শুরুতেই সুখবর আসে পার্কে। ১৪ এপ্রিল পার্কের এনক্লোজারে শাবকের জন্ম দেয় হর্ষিণী। তখন বাঁচানো যায়নি শাবককে। তাই এবারে বাড়তি সতর্কতা নিয়েছিল পার্কের আধিকারিক থেকে কর্মীরা। ওই ঘটনার পর এনক্লোজারের মধ্যে লাগানো হয়েছিল দুটি সিসিটিভি ক্যামেরা। আগাছাও কেটে পরিস্কার করে দেওয়া হয়। তারপর রাখা হয় কড়া নজরদারি। গত ২ সেপ্টেম্বর হর্ষিণী বিকেল চারটের পর দুটি পুরুষ শাবকের জন্ম দেয়। এখনও সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে দুই শাবকের উপরে। হর্ষিণী নিজেই শাবকদের দুধ খাওয়াচ্ছে। পার্কের কর্মী থেকে চিকিৎসকরা সব সময় নজরদারি রেখেছে শাবক দুটির উপরে। আগামী ২ অক্টোবর থেকে পার্ক খুলবে। তার আগে কার্যত খুশির খবর জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে!

Developed by