Breaking
23 Dec 2024, Mon

লোকসভা জয়ের ‘উপহার’ সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেলেন মুকুল রায়


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভা জয়ের ‘উপহার’ সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেলেন মুকুল রায়। আর তারপরেই বিজেপিতে মুকুল অনুগামীদের উচ্ছ্বাস দেখা গেল। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও কোন পদে ছিলেন না। যদিও পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। যার জেরে বিজেপি প্রথম বাংলা থেকে ১৮ জন সাংসদকে জেতাতে পেরেছিল। তারপর অমিত শাহ এই জয়ের পিছনে মুকুল রায়ের কথা স্বীকার করেছিলেন বাংলার জনসভা থেকে। এবার সেই জয়ের উপহার মুকুল রায়কে দিলেন মোদি-অমিত।

Developed by