Breaking
23 Dec 2024, Mon

দায়িত্ব পেয়েই দুই কো-অর্ডিনেটারের সাথে বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলা টিএমসিপির সভাপতি আর্য ঘোষদায়িত্ব পেয়েই দুই কো-অর্ডিনেটারের সাথে বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলা টিএমসিপির সভাপতি আর্য ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দায়িত্ব পেয়েই টিএমসিপির রাজ্যের দুই কো-অর্ডিনেটারের সাথে বৈঠক করলেন ঝাড়গ্রাম জেলা টিএমসিপির সভাপতি আর্য ঘোষ। মূলত, জেলার ছাত্র সংগঠনের বিভিন্ন দিক নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট নেতৃত্বদের সাথে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন। বিগত কয়েক বছর কলেজ গুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় কার্যত সব ছাত্র সংগঠনের তেমন ভাবে কার্যকলাপ চোখে পড়েনি। মূলত, শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদই কলেজ গুলি পরিচালনা করছিল। ইদানিং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি মাথা চাড়া দেওয়া শুরু করেছে। ঝাড়গ্রাম জেলার বেশ কিছু কলেজে এভিবিপি তাঁরা নিজেদের ইউনিট তৈরি করেছে। যা কিনা শাসকদলের ছাত্র সংগঠনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সামনে বিধানসভা নির্বাচন। এবারে সে দিকে তাকিয়ে তৃণমূলও তাদের ছাত্র সংগঠনকে ভোটের ময়দানে নামাতে চাইছে। আজকের বৈঠকে কার্যত সে বিষয়ে প্রাথমিক রূপরেখা স্থির করা হয়েছে।

Developed by