Breaking
23 Dec 2024, Mon

পরিবার ব্রাত্য করে রাখা করোনা পজেটিভ বৃদ্ধের মৃত্যু হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পজেটিভ হওয়ার পর পরিবার ব্রাত্য করে রেখে ছিল। বৃহস্পতিবার সকালে সেই করোনা পজেটিভ বৃদ্ধের মৃত্যু হল ঝাড়গ্রাম কোভিড হাসপাতালে। মৃতের নাম যুগল সাহু(৬৫)। বাড়ি গোপীবল্লভপুরের হুমটিয়া গ্রামে। কলকাতায় দিন মজুরের কাজ করতেন ওই বৃদ্ধ। বাড়ি ফিরে গত শনিবার পরীক্ষা করলে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তাঁর স্ত্রী ও ছেলে ঘরের উপরে রেখে দেয়। এমনকি বৃদ্ধকে খাবার দেয়নি বলে অভিযোগ ওঠে। পরে গোপীবল্লভপুর ১ ব্লকের তৃণমূলের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক পিপিই কিট পরে আটজন ছেলে নিয়ে গিয়ে খাবার দিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে তাঁর সৎকার করে প্রশাসন। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে মৃতের আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

ছবি – প্রতীকী ছবি

Developed by