Breaking
23 Dec 2024, Mon

দুঃসংবাদ! ঝাড়গ্রাম জেলায় প্রথম কোভিড যোদ্ধা এক পুলিশ অফিসারের মৃত্যু হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুঃসংবাদ! ঝাড়গ্রাম জেলায় প্রথম কোভিড যোদ্ধা এক পুলিশ অফিসারের মৃত্যু হল। মৃত পুলিশ অফিসারের নাম মনোজকুমার মণ্ডল (৪৭)। তিনি ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে এএসআই পদে কর্মরত ছিলেন। তাঁর আদি বাড়ি লালগড় ব্লকের নেতাই গ্রামে। কিন্তু বছর ছয় আগের থেকে ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে একটি ভাড়া বাড়িতে মা, স্ত্রী, দুই মেয়েকে নিয়ে থাকতেন। ওই পুলিশ অফিসারের প্রায় দশ বছর ধরে সুগারও ছিল। আট দিন আগে হঠাৎই ঠাণ্ডা লেগে অসুস্থ হয়। গত বুধবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্ট শুরু হলে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিজনেরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই পুলিশ অফিসারের মৃত্যু হয়। তারপর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। বুধবার রাতেই পুলিশ অফিসারের মৃতদেহ সৎকার করে প্রশাসন। এই ঘটনায় ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে শোকের ছায়া নেমে এসেছে। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে মৃত পুলিশ অফিসারের আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।

Developed by