Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা পজেটিভের হদিশ মিলল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় একদিনে রেকর্ড সংখ্যক করোনা পজেটিভের হদিশ মিলল। মঙ্গলবার নতুন করে ২৬ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। এর ফলে ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ৪১৪। মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ২৬ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৪ সেপ্টেম্বর পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩০৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ১০৩ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। ২৬জনের নতুন করে করোনা পজেটিভের সন্ধান মিলেছে তাঁদের মধ্যে ঝাড়গ্রাম ব্লকে ৫ জন, ঝাড়গ্রাম শহরের ৫ জন, জামবনি ব্লকে ৫জন,গোপীবল্লভপুর ১ ব্লকে ৫জন, গোপীবল্লভপুর ২ ব্লকে ১ জন ,সাঁকরাইল ব্লকে ১ জন এবং নয়াগ্রাম ব্লকে ৪ জন রয়েছেন।

Developed by