Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রামে রুদ্ধদ্বার বৈঠক করলেন এডিজি(পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার বিকেলে ঝাড়গ্রামে রুদ্ধদ্বার বৈঠক করলেন এডিজি(পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ। এছাড়াও ওই মিটিং এ উপস্থিত ছিলেন বাঁকুড়া রেঞ্জের আইজি আর রাজশেখরন, সিআইএফের আইজি অজয়কুমার নন্দা এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়ার পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। প্রায় তিন ঘন্টা মিটিং করেন পুলিশ কর্তারা। বেলপাহাড়ি এলাকায় মাওবাদী নাম দিয়ে পোস্টার উদ্ধারের পর থেকেই পুলিশি তৎপরতা বেড়েছে। সূত্রের খবর, ওই মিটিং এ সাম্প্রতিক কালের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Developed by