ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাড়ি থেকে কিছুটা দূরে। তারাফেনি নদীর পাড়ে শশ্মান। এলাকার মৃতদেহ সৎকার করার পর ছাই উড়ে ঘর-বাড়িতে পড়ে এমনটাই অভিযোগ বাসিন্দাদের। বিষয়টি স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধানকে জানিয়ে ছিলেন। কিন্তু সে কথা না শুনে শনিবার ওই শশ্মান ঘাট সংস্কারের কাজ শুরু হতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থল বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের হিজলা গ্রাম। এদিন যখন শশ্মান ঘাট সংস্কারের সরকারি কাজ শুরু হয় তখন মহিলারা এগিয়ে এসে প্রতিবাদ দেখান। হিজলা গ্রামের দুলে পাড়ার বাসিন্দাদের অভিযোগ,‘প্রতি বছর নদীর পাড় ক্ষয়ে ক্ষয়ে শশ্মান ঘাট এলাকার কাছে চলে আসছে। অন্যত্র শশ্মান ঘাট করার জন্য জমি থাকলেও কিছু লোক গায়ের জোর করে এহেন কাজটি করাচ্ছে। যার জেরেই গণ্ডগোল ও মারপিট শুরু হয় উভয় পক্ষের মধ্যে।