ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দ্রুত হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঝাড়গ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিনশোর দোরগোড়ায়। এবার ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সেক্রেটারি করোনায় আক্রান্ত হয়ে কলকাতা ভর্তি হলেন। জানা গিয়েছে, ওই সেক্রেটারির করোনা রিপোর্ট পজেটিভ আসার পর গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তাঁর পরিবার কলকাতায় নিয়ে গিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার পর্যন্ত সরকারি রিপোর্টে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৩৪৯। রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ২৮৫ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই মূহূর্তে ঝাড়গ্রাম জেলায় মোট ৬২ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। আর নতুন করে যে ১৫ জনের করোনা পজেটিভের সন্ধান মিলেছে তাঁর মধ্যে খোদ ঝাড়গ্রাম শহরেই ১০ জন এবং ঝাড়গ্রাম ব্লকে ৫ জন রয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কলকাতা বা বাইরের কোন যোগসূত্র রয়েছে।