ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : খরস্রোতা তমাল নদী পারাপার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হস্তিশাবকের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় রেঞ্জের অন্তর্গত চাউলি এলাকায়। বনদপ্তর
সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে গোয়ালতোড় থেকে শাঁখাভাঙার দিকে দলমার হাতির দল পারাপার হওয়ার সময় তমাল নদী পার হতে হয়। ওই হাতির দলে ১০ থেকে ১২টি হাতি ছিল। আর ওই দলে ছিল সদ্যোজাত শাবক। খরস্রোতা তমাল নদী পারাপারের জলের স্রোতে ডুবে শাবকটি। রাতে শাবককে না পেয়ে হাতির দল চিৎকার শুরু করলেও ফিরে আসেনি শাবকটি। শনিবার সকালে নদীতে মৃত অবস্থায় ভেসে উঠে হস্তিশাবকটি। বনদপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, জলে ডুবে মৃত্যু হয়েছে হস্তিশাবকের। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।