Breaking
23 Dec 2024, Mon

করোনায় আক্রান্ত হলেন বিনপুর-১ ব্লকের বিএমওএইচ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন বিনপুর-১ ব্লকের বিএমওএইচ। যদিও কোন উপসর্গ না থাকায় তিনি হোম আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, বিএমওএইচ মহেশ্বর মাণ্ডি বেশ কিছুদিন ধরে অফিসে যাননি। তবে বৃহস্পতিবার রাতে বিএমওএইচের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁর সংস্পর্শে আসা মানুষজন বা স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে ঝাড়গ্রাম জেলায় ২৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬২ জনের রিপোর্ট পজিটিভ রয়েছে। নতুন করে যে ১৫ জনের করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ঝাড়গ্রাম শহরে ১০ জন, ঝাড়গ্রাম ব্লকে ৫ জন রয়েছেন।

Developed by