ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
করোনা সংক্রমণের জেরে খড়গপুর আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। শনিবার আইআইটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে,‘৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্যাম্পাস।’ এমনকি ওই ৮ দিন ক্যাম্পাসের ভেতরে ঢোকা বা ক্যাম্পাস থেকে বাইরে বেরোনো যাবে না বলে সাফ জানিয়েছে কর্তৃপক্ষ। দিন কয়েক আগে খড়গপুর আইআইটির বেশ কয়েকজন পড়ুয়ার কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই আবহে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। যা কিনা এক লকডাউনের মতই। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে,‘ক্যাম্পাস বন্ধ থাকাকালীন প্রশাসনিক, পঠন-পাঠন সংক্রান্ত সব কাজ বাড়িতে বসেই করতে হবে। এই সময় অধ্যাপক, পড়ুয়া, কর্মীরাও ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।’ খড়গপুর আইআইটি ক্যাম্পাসের মধ্যে একটি স্কুল আছে। বন্ধ থাকবে সেই স্কুলের সব রকম কাজও।