Breaking
23 Dec 2024, Mon

কোভিড বিধি না মানায় মানিকপাড়ার বালাজী পেপার মিল ও রশ্মি সিমেন্ট কারখানা কর্তৃপক্ষকে কড়া সতর্ক বার্তা দিলেন ঝাড়গ্রামের শ্রম দপ্তরের আধিকারিকরা


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কোভিড বিধি না মানায় মানিকপাড়ার বালাজী পেপার মিল ও রশ্মি সিমেন্ট কারখানা কর্তৃপক্ষকে কড়া সতর্ক বার্তা দিলেন ঝাড়গ্রামের শ্রম দপ্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে কারখানা গুলি কেমন চলছে কোভিড পরিস্থিতিতে সে ব্যাপারে কিছুদিন আগে প্রশাসনিক বৈঠকে খোঁজ খবর নিতে বলেছিলেন। এমনকি শ্রম দপ্তরের আধিকারিকদের কারখানা গুলি পরিদর্শণ করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে বুধবার ঝাড়গ্রাম জেলার ৬টি কারখানায় পরিদর্শণ করলেন শ্রম দপ্তরের আধিকারিকরা। পরিদর্শণে গিয়েছিলেন জয়েন্ট লেবার কমিশনার(পার্সোনাল)খড়গপুর বিতান দে, ডেপুটি লেবার কমিশনার(পার্সোনাল)ঝাড়গ্রাম সৌম্যনীল সরকার। এদিন ঝাড়গ্রাম জেলার রশ্মি সিমেন্ট, রশ্মি মেটালিকস, রশ্মি ইস্পাত, বালাজী পেপার মিল, ইউনিগ্লোবাল পেপার মিল, কাঞ্চম ওয়েল মিল গুলি পরিদর্শণ করেন। কারখানা গুলি শ্রম আইন ও কোভিড বিধি মানছে কিনা তা নিয়ে খতিয়ে দেখেন আধিকারিকরা। জয়েন্ট লেবার কমিশনার(পার্সোনাল)খড়গপুর বিতান দে বলেন,‘মানিকপাড়ার বালাজী পেপার মিল ও রশ্মি সিমেন্ট কারখানা কোভিড বিধি না মানায় কর্তৃপক্ষকে কড়া সতর্ক করে দেওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাতদিন পর আবার পরিদর্শণ যাওয়া হবে।’

Developed by