Breaking
23 Dec 2024, Mon

সুলভ মূল্যে সুস্বাদু খাবারের হোম ডেলিভারী ঝাড়গ্রাম শহরে চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর থেকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সুলভ মূল্যে সুস্বাদু খাবারের হোম ডেলিভারী ঝাড়গ্রাম শহরে চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর থেকে। এখানে অর্ডার দিলে আপনি দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার পাবেন বাড়িতে বসেই। দুপুরের খাবারের জন্য সকাল সাড়ে আটটা এবং রাতের খাবারের জন্য বিকেল সাড়ে পাঁচটার মধ্যে অর্ডার দিতে হবে। দুপুর ও রাতে ভাতের সঙ্গে মুড়িঘন্ট, সুক্ত, পস্তুবড়া, মৌরলা মাছের বড়া, মেটে চচ্চড়ি, ব্রয়লার, দেশি মুরগী, মটন ইত্যাদি সুস্বাদু খাবার। এছাড়াও আপনার বাড়ির অনুষ্ঠানে ক্যাটারিং এর ব্যবস্থাও রয়েছে। আজই যোগাযোগ করুন বৈকালিক পার্কের নিকট এই ফোন নাম্বারে 8918150286 ও 8918089825।

Developed by