ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রয়াত হলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার তিনি দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাথরুম পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। সেই অপারেশন করতে যাওয়ার আগে ধরা পড়ে করোনা পজেটিভ রিপোর্ট। সে কথা টুইট করে নিজেই জানিয়ে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তারপর তাঁর মাথায় অপারেশন করা হলেও তিনি কোমায় আচ্ছন্ন হয়ে যান। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। দেশের অর্থ, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন বাঙালির ‘পল্টু’। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমল থেকে মনমোহন সিংহের মন্ত্রীসভার দ্বিতীয় ব্যক্তিত্ব ছিলেন। পেয়েছেন দেশের সর্বোচ্চ ভারতরত্ন সম্মানও। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের এয়োদশ রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন বাঙালির ছাপোষা বীরভূমের ‘পল্টু’ তথা দেশের প্রণবজী স্যার। বাবার মৃত্যুর কথা টুইট করে দেশবাসীকে জানিয়েছেন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারতীয় রাজনীতির বর্ণময় চরিত্র প্রণব মুখোপাধ্যায়ের বিদেহি আত্মার চিরশান্তি কামনা করি। পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।