Breaking
1 Nov 2024, Fri

অনুরণ সেনাপতি যুব মোর্চার রাজ্য সম্পাদক হওয়ায় খুশির হাওয়া পুরানো বিজেপির যুব কর্মীদের মধ্যে! চাপ বাড়ল ঝাড়গ্রাম জেলা বিজেপিতে


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২০ জুলাই ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথী যুব মোর্চার জেলা সভাপতি পদ থেকে ‘বহিস্কার’ করেছিলেন অনুরণ সেনাপতিকে। রবিবার সেই অনুরণ সেনাপতিকেই যুব মোর্চার রাজ্য সম্পাদক ঘোষনা করলেন রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ! যা কিনা রাজনৈতিক চাপ বাড়ল ঝাড়গ্রাম জেলা বিজেপিতে, এমনটাই ধারনা রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। চিঠি দিয়ে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপথী অনুরণকে লিখেছিলেন,‘বিগত লোকসভা নির্বাচনের পর থেকেই আপনার নির্বাচিত যুব মোর্চার পদাধিকারী বিভিন্ন দল বিরোধী কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। তাতে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবার উপক্রম তৈরি হয়েছে। বিজেপি দলের ভাবমূর্তি নষ্ট হবে। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনি কোনো ব্যবস্থা নেননি। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝাড়গ্রাম জেলার ভারতীয় জনতা পার্টির সমস্ত পদ থেকে দায়িত্ব মুক্ত করা হল। আগামী দিনে দলীয় অনুশাসন যারা মানবে না তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এরপর বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে দলে পরিবারতন্ত্র চালানোর অভিযোগ করে সংবাদমাধ্যমকে তোপ দাগেন অনুরণ সেনাপতি। এদিন সেই অনুরণ সেনাপতিকে যুব মোর্চার রাজ্য সম্পাদক করে দলের মধ্যে কাঁটা দিয়ে কাঁটা তোলার রাস্তায় হাঁটল বিজেপির রাজ্য নেতৃত্ব।

Developed by