Breaking
1 Nov 2024, Fri

তৃণমূলের ধরমপুর অঞ্চল সভাপতি দিলীপ মাহাতকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূলের ধরমপুর অঞ্চল সভাপতি দিলীপ মাহাতকে জিজ্ঞাসাবাদ করল এনআইএ। রবিবার শালবনিতে ২০৭ নম্বর ব্যাটেলিয়নের কোবরা ক্যাম্পে তৃণমূলের ধরমপুর অঞ্চল সভাপতি দিলীপ মাহাতকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ-র টিম। এছাড়াও তৃণমূলের ধরমপুর অঞ্চলের এসসি-এসটি সেলের সভাপতি সুন্দর মাণ্ডিকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ-র টিম। দিলীপ মাহাত বলেন,‘প্রবীর মাহাতো খুনের ঘটনার কথা জিজ্ঞাসা করেছিল। আর আমি বাকি অভিযুক্তদের জানি কিনা জানতে চেয়েছিল। খুনের কথা জানি না বলেছি। আর কিছু লোককে চিনি কিন্তু সবাইকে চিনি না। সেই সময় বাম বিরোধী রাজনীতি করেছি বলে সিপিএম মিথ্যাভাবে তাঁদের কর্মী খুনের মামলায় ফাঁসিয়েছে। এখন তৃণমৃল করি তাই রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দীর্ঘদিন পর তদন্ত করাচ্ছে বিজেপি।’ দিলীপ মাহাতর আইনজীবী কৌশিক সিনহা বলেন,‘দিলীপের মোট ৩৫ টি মামলার মধ্যে ১২টিতে ইতিমধ্যে বেকসুর খালাস পেয়েছে আদালত থেকে। সেই সময়ে বাম বিরোধী রাজনীতি করার জন্য বিভিন্ন মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছিল। প্রবীর মাহাত খুনের মামলায় জড়িত না থাকলেও রাজনৈতিক চক্রান্তের দুরভিসন্ধি নিয়ে ১১ বছর পরে ওই মামলা বিচারের দোরগোড়ায় থেকে ফের এনআইএকে দিয়ে পুর্নতদন্ত শুরু করা হয়েছে।’

Developed by