Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম পুরসভায় কি নতুন প্রশাসনিক বোর্ড ? চাঞ্চল্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূলের একক সংখ্যাগরিষ্ঠ থাকা ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হয়েছিল ২০১৮ সালের নভেম্বর মাসে। তারপর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর ঝাড়গ্রাম পুরসভায় প্রশাসনিক বোর্ড গঠন করে। প্রথমে দুজনের একটি প্রশাসনিক বোর্ড গঠন করে। সেখানে প্রশাসক হিসেবে ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক ও সদস্য হিসেবে পুরসভার প্রাক্তণ চেয়ারম্যান দূর্গেশ মল্লদেবকে রাখা হয়। তার কিছুদিন পরে ফের বোর্ডের নতুন সদস্য হিসেবে তৃণমূলের প্রাক্তণ কাউন্সিলর তথা ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায়কে নতুন সদস্য হিসেবে যোগ করে তিনজনের বোর্ড গঠন করা হয়। এবারে কি সেই পুর-প্রশাসনিক বোর্ড ভাঙতে চলেছে ? পুরসভায় কি নতুন প্রশাসনিক বোর্ড বসবে ? চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। ইতিমধ্যে, সে বিষয়ে রাজ্যস্তরে একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে।

Developed by