Breaking
23 Dec 2024, Mon

সুবর্ণরেখা নদীর জলে ভেসে এল আলমারি ও মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সুবর্ণরেখা নদীর জলে ভেসে এল আলমারি ও মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে! গোপীবল্লভপুর ২ নং ব্লকের চোরচিতা গ্রাম পঞ্চায়েতের বাঘাশুলি গ্রামে নদীর পাড়ে উঠে আসে আস্ত একটা স্টিলের আলমারি। যা দেখে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছড়ায়। সকলে মিলে আলমারিটিকে জল থেকে পাড়ে তুলে নিয়ে আসে। পাশাপাশি গোপীবল্লভপুরে জলে এক মৃতদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। যদিও মৃতদেহটি কার বা আলমারির মালিক কে তা জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে দুটি ক্ষেত্রেই।

Developed by