Breaking
14 Jan 2025, Tue

জঙ্গলমহলের ‘উইকিপিডিয়া’ হপন মাঝি প্রয়াত!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জঙ্গলমহলের ‘উইকিপিডিয়া’ হপন মাঝি প্রয়াত! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। বাড়ি বেলপাহাড়ি ব্লকের নারায়নপুর এলাকার কাছে মুড়ারি গ্রামে। তাঁর আসল নাম ডা: মনোরঞ্জন মাহাতো। তিনি গ্রামীণ চিকিৎসক ছিলেন। অত্যন্ত সাদা-মাটা জীবন যাত্রা করা মানুষ সদা হাস্যময় ও মিশুকে ছিলেন। সকলকে আপন করে জঙ্গলমহলের গতি-প্রকৃতি রূপ-রস-গন্ধকে চিনিয়ে দিয়েছেন। কলকাতা বহু সাংবাদিককে এলাকার নানা অজানা তথ্য দিয়ে প্রকৃত জঙ্গলমহলকে চেনাতে সাহায্য করেছিলেন। তাঁর কলমেই প্রথম উঠে এসেছিল ‘অনাহার আমলাশোলের’ চালচিত্র। ঝাড়গ্রামের প্রবীণ সাংবাদিক, লোকসংস্কৃতি চর্চা, নৃতত্ত্ববিদ চর্চার পাশাপাশি সাহিত্য রচনায় তাঁর ছিল অগাধ জ্ঞান। যা কিনা সহজেই জঙ্গলমহলের বাইরে তাঁর পরিচিতি এনে দিয়েছিল। তিনি কখনও ‘হপন মাঝি’, কখনও ‘জহার জঙ্গলমহল’ আবার কখনও তাঁর আসল নাম মনোরঞ্জন মাহাত নামে লিখেছেন। যদিও সকলে তাঁকে ‘হপন মাঝি’ নামেই বেশি চেনেন। গত এক বছর আগে তাঁর হার্টের অপারেশন হয়েছিল কটকে। তারপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।জঙ্গলমহলের জীবন্ত ‘উইকিপিডিয়া’র মৃত্যুতে শোক স্তব্ধ সাংবাদিক মহল ও তাঁর সাহিত্য ও লেখালেখি জগতের অনুগামীরা। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Developed by