ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলায়। যার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীতেও জল বেড়েছে। এমনকি নিচু এলাকায় বসবাস করা মানুষজনের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। বেশির ভাগ মাটির দেওয়ালের বাড়ি হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। জামবনি ব্লকের চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের টুলিবড় গ্রামে মঙ্গলবার রাতে বেশ কয়েকজন মানুষের মাটির বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়ে। সমস্যায় পড়ে তাঁরা ডাকেন যুবশক্তির ‘যুবযোদ্ধা’ হিমাংশু দত্তকে। হিমাংশু দত্ত ওই এলাকায় ফিল্ড মেম্বার হিসেবে দায়িত্বে রয়েছেন। খবর পেয়েই রাতেই প্রতিবেশিদের বাড়িতে গিয়ে কয়েকজন যুবকদের নিয়ে গিয়ে বাড়ির জল বের করে দেন। পাশাপাশি তাঁদের হাতে ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করেন ‘যুবযোদ্ধা’ হিমাংশু দত্ত।