Breaking
23 Dec 2024, Mon

ধান জমিতে কাজ করার সময় বাজ পড়ে ঝাড়গ্রাম জেলায় মৃত্যু হল দুজনের, জখম একজন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ধান জমিতে কাজ করার সময় বাজ পড়ে ঝাড়গ্রাম জেলায় মৃত্যু হল দুজনের, জখম একজন। মৃতের নাম সাধু টুডু (৫১)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি গ্রাম পঞ্চায়েতের মাতালশোল গ্রামে। মৃতের নাম শম্ভুনাথ সেন(৪৪)। ওই ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পতিতপাবন নাথ নামে এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে গোপীবল্লভপুর ২ ব্লকের কানপুর গ্রামে। দুজনেই নিজেদের গ্রামে ধান জমিতে কাজ করছিলেন। সেখানে আচমকা বাজ পড়তেই মর্মান্তিক ঘটনা দুটি ঘটে। মাতালশোল গ্রামে বিকেলে ভারত জাকাৎ মাঝি মাডওয়া জুয়ান গাঁওতা সংগঠনের পক্ষ থেকে মৃত সক্রিয় কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন আদিবাসী সামাজিক সংগঠনের নেতারা।

Developed by