Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
 ঝাড়গ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। তাঁর বাড়ি বেলপাহাড়ির শুষনিজুবি এলাকায়। আঠান্ন বছর বয়সী ওই ব্যক্তি হাওড়ায় থাকতেন। কলকাতায় এক কর্পোরেশনে সংস্থায় কাজ করতেন। কিছুদিন আগে তিনি বেলপাহাড়ির বাড়িতে ফিরে আসেন। তারপর অসুস্থ হয়ে প্রথমে ওদলচুয়া হাসপাতালে ভর্তি হন। তারপর শ্বাসকষ্ট হলে ঝাড়গ্রাম নিয়ে আসা হয়। ঝাড়গ্রামে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার ঝাড়গ্রামের করোনা হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।সরকারি নিয়ম বিধি মেনে প্রশাসন মঙ্গলবার রাতে তাঁর মৃতদেহ সৎকার করেছে।এনিয়ে ঝাড়গ্রাম জেলার তিন বাসিন্দার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল। 

Developed by