Breaking
23 Dec 2024, Mon

গণিতের অধ্যাপক বরুণ দাসের অকাল প্রয়ান শোকস্তব্ধ ছাত্র ও শিক্ষক মহল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গণিতের অধ্যাপক বরুণ দাসের অকাল প্রয়ান শোকস্তব্ধ ছাত্র ও শিক্ষক মহল। অধ্যাপক বরুণ দাস বর্তমানে থাকতেন মেদিনীপুর শহরের হবিবপুরে। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল ঝাড়গ্রাম রাজ কলেজের গণিতের অধ্যাপক হিসেবে। বর্তমানে তিনি পুরুলিয়ার সিধো-কানহু-বীরসা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অত্যন্ত মিশুকে ছাত্র দরদী অধ্যাপক হিসেবে ঝাড়গ্রাম রাজ কলেজে সুনাম ছিল তাঁর। কম বয়সী অধ্যাপকের অকাল প্রয়ানের কথা শুনে হতবাক হচ্ছেন সকলেই। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে, তা হল তিন দিনের জ্বর হয়েছিল। শ্বাসকষ্ট শুরু হওয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে হার্ট ফেলিওয়র হয়ে এদিন ভোর রাতে পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচিত ও বন্ধুরা শোকস্তব্ধ। মেদিনীপুর কলেজের কৃতি ছাত্র ও ঝাড়গ্রাম রাজ কলেজ দিয়ে অধ্যাপনার জীবন শুরু হয়েছিল তাঁর। অধ্যাপক বরুণ দাসের অকাল প্রয়ানে তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও শোকজ্ঞাপন করার পাশাপাশি তাঁর আত্মার চিরশান্তি কামনা করছে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ কর্তৃপক্ষ।
ছবি : সংগৃহিত।

Developed by