ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রামগড়ে দুপুর থেকে ঘেরাও হয়ে রয়েছেন প্রধান এবং চারজন পঞ্চায়েত আধিকারিক-কর্মী। ঘেরাও করেছেন খোদ ওই পঞ্চায়েতের অধীনে কাজ করা ১২ জন পাণীয় জল সরবরাহকারী কর্মী। দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও কোন সুরাহা পথ বের হয়নি। পাণীয় জল সরবরাহকারী কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন,‘আমাদের বেতন না হওয়া পর্যন্ত আমরা এখানে ঘেরাও করে রাখব। কাউকে অফিস থেকে বের হতে দেব না।’ আর এহেন ঘটনার জেরে পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে রয়েছেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ইন্দ্রজিৎ হাঁসদা, পঞ্চায়েতের সচিব, নির্মাণ সহায়ক সহ মোট পাঁচজন। আর বাইরে বসে রয়েছেন ১২ জন পাণীয় জল সরবরাহকারী কর্মী। ঘেরাও করে রাখা কর্মীদের বক্তব্য,‘পঞ্চায়েত থেকে গত মার্চ থেকে আমাদের বেতন দেওয়া হয়নি।’