Breaking
1 Nov 2024, Fri

কুড়মিদের দাবি মেনে ২৯ আগস্ট করম পুজোয় সরকারি ছুটি ঘোষনা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কুড়মিদের দাবি মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২৯ আগস্ট করম পুজোয় সরকারি ছুটি ঘোষনা করল রাজ্য সরকার। গত ১৭ আগস্ট রাজ্যের অর্থ দপ্তর আগামী ২৯ আগস্ট করম পুজো উপলক্ষে শুধুমাত্র কুড়মি ও আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য সরকারি ছুটি ঘোষনা করে। যার জেরে কুড়মি সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২০ তারিখ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ই-মেল মারফত বিষয়টি জানিয়েছিলেন। এমনকি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বিষয়টি লিখিত ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানান। কুড়মি সম্প্রদায়ের দাবি মেনে শনিবার ২২ আগস্ট রাজ্যের অর্থ দপ্তর নতুন করে একটি মেমোরেণ্ডাম প্রকাশ করে। তাতে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট করম পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে। এদিনও তিনি দাবি আদায়ের জন্য কলকাতায় গিয়েছিলেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো। কুড়মি সম্প্রদায়ের দাবি মত সরকারি ছুটি ঘোষনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার। তারপরেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো বলেন,‘আমাদের দাবি মেনে নিয়ে সকলের জন্য করম পরবে ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

Developed by